রংপুরে স্বাচিপ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রংপুরে স্বাচিপ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী মামলায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুরের দপ্তর সম্পাদক ডা. এমএইচ শিশির চৌধুরী ও নিষিদ্ধ মহানগর ছাত্রলীগের সহসভাপতি মঞ্জুরুল হক মানিক। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত নগরীর কামাল কাছনার গুঞ্জন মোড়ের বাসা থেকে স্বাচিপ নেতা ডা. এমএইচ শিশির চৌধুরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডা. এমএইচ শিশির চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুরের দপ্তর সম্পাদক পদে রয়েছেন।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ থানায় মামলা রয়েছে। অন্যদিকে গতকাল সোমবার বিকেলে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে মঞ্জুরুল হক মানিককে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতার মঞ্জুরুল হক মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেন হত্যা চেষ্টা মামলার আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেফতার মানিক নীলফামারীর ডিমলা থানার সোনাখলি গ্রামের হাবিবর রহমানের ছেলে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সাপেক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী যাদের নামে মামলা রয়েছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146223