দিনাজপুরের নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি ও জন ৩ হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে। নবাবগঞ্জ থানার এসআই নুরুজ্জামান জানান, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে উপজেলার শালখুরিয়া গ্রাম থেকে কামরুজ্জামান ওরফে কামরুল নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আমজাদ সরকারের ছেলে।

ঢাকার বিশেষ ট্রাইবুনালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সে দণ্ডপ্রাপ্ত আসামি। আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এছাড়াও তিনি জানান, গতকাল সোমবার দিনগত রাতে ট্রিপল মার্ডার মামলার আসামি শ্রীকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমান গাজীপুর গ্রামের প্রমোদচন্দ্র ও মঞ্জুপাড়া (ভালকা) গ্রামের আব্দুল আউয়ালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (১১ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146216