রামেক হাসপাতালে ঘুসি মেরে আনসার সদস্যের নাক ফাটালো অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) বেপরোয়া অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা এবার এক আনসার সদস্যের নাক ফাটিয়ে দিয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ২টায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঘটনাটি ঘটে। পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।
আহত আনসার সদস্যের নাম ফিরোজ সরকার। আটককৃত তিনজন হলো- ভাড়ায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালক রজব, আব্দুল্লাহ ও মারুফ। ঘটনার পর অভিযান শুরু হলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূলহোতা আল মামুন রাব্বুল, বাদশা, ডালিম ও আলিম গা-ঢাকা দেয়।
হাসপাতালের আনসার সদস্যরা জানান, দুপুরে হাসপাতালের ৪ নম্বর ফটকে দায়িত্ব পালন করছিলেন ফিরোজ সরকার। এই ফটক দিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পরও তা ঢুকে পড়ে। এসময় ফিরোজ বাধা দিলেও অ্যাম্বুলেন্সটি সোজা জরুরি বিভাগের সামনে গিয়ে রোগী তুলতে শুরু করে। পরে কারণ জানতে চাইলে তার সাথে তর্ক শুরু করে চালক।
এসময় অপর এক অ্যাম্বুলেন্স চালক এসে ওই আনসার সদস্যকে ঘুসি মারলে তার নাক ফেটে রক্ত ঝরতে থাকে। পরে অন্য আনসার সদস্যরা এসে দু’জনকে আটক করলেও অন্য চালকরা এসে ছাড়িয়ে নেয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব এসে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মদ বলেন, বহিরাগত অ্যাম্বুলেন্স চালকেরা খুবই বেপরোয়া। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি। এরইমধ্যে এমন ঘটনা ঘটলো। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ করে নিয়ে গেছে পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146214