সিরাজগঞ্জের তাড়াশে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক

সিরাজগঞ্জের তাড়াশে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। গতকাল সোমবার  দিবাগত রাতে তাদের নিজবাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক ও বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মীর মো. শহিদুল ইসলাম শহিদ এবং মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ঝুড়ঝুড়ি গ্রামের বাসিন্দা শাহ আলম।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে উভয়কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146183