এএফসি সভাপতির বাংলাদেশ সফর স্থগিত
স্পোর্টস ডেস্কঃ এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল। বাফুফে তার চার দিনের সফর সূচির খসড়াও করেছিল। গত পরশু রাতে এএফসি আনুষ্ঠানিকভাবে সভাপতির বাংলাদেশ সফর স্থগিত করেছে।
এএফসি সভাপতি সম্প্রতি পাকিস্তান সফর করছেন। এরপর বাংলাদেশে আসার কথা ছিল। ব্যক্তিগত কারণে তিনি এই সফর আকস্মিকভাবে স্থগিত করেছেন। বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146149
বাংলাদেশ সফরে প্রথম দিন এএফসি সভাপতির সাফ কার্যালয়ে কাটানোর কথা ছিল। পরবর্তীতে বাফুফে বিভিন্ন প্রোগ্রাম রেখেছিল। এর মধ্যে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রধান অতিথি, যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি পরিদর্শনের সূচিও ছিল। বাংলাদেশের ফুটবল উন্নয়নে এএফসির সহায়তা চাওয়ার বিশেষ পরিকল্পনাও ভেস্তে গেল সভাপতি না আসার কারণে।
এএফসি সভাপতির আগমন উপলক্ষে সাফ নতুন লোগো উন্মোচনের পরিকল্পনা করছিল। তিনি না আসায় লোগো পরিবর্তন খানিকটা দোলাচলে পড়ে গেল। সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘সাফ এখনো আনুষ্ঠানিকভাবে এএফসি সভাপতির সফর স্থগিতের বিষয়ে অবগত হয়নি। তার সফর না হলে সাফের সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ। যদি নির্বাহী কমিটি প্রয়োজন মনে করে লোগো পরিবর্তন করার, করতে পারে। যদি মনে করে পরে করবে, সেটাও হতে পারে।’