সিলেট টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেট টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে স্পিনার হাসান মুরাদের। অন্যদিকে আইরিশদের হয়ে পাঁচ ক্রিকেটার খেলবেন পাঁচ নতুন ক্রিকেটার।

সিলেটের রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় বাংলাদেশের একাদশে ছিল পাঁচ বোলার। সিলেটের উইকেটের সর্বোচ্চ সুবিধা নিতে তিন স্পিনারের সঙ্গে ছিল দুই পেসার। তিন স্পিনার হলেন- তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও হাসান মুরাদ। তিন স্পিনারের দুইজন আবার বাঁহাতি।মূলত আয়ারল্যান্ড একাদশে থাকা ডানহাতি ব্যাটারদের আধিপত্যের কারণে দুই বাঁহাতি স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146102