বগুড়ায় পেঁয়াজের বাজারে অভিযান
স্টাফ রিপোর্টার: অস্থিতিশীল পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা ফিরে আনতে আজ সোমবার (১০ নভেম্বর) বগুড়ার পাইকারি বাজার রাজা বাজার এবং খুচরা বাজার ফতেহআলী বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর বগুড়ার কর্মকর্তারা।
দুপুরে অভিযান পরিচালনা কালে ব্যবসায়ীদের কাছ থেকে কেনার রশিদ দেখতে চাইলে অনেক ব্যসায়ী তা দেখাতে পারেনি। কেনা বেচার মধ্যে ফারাক রেখে ব্যবসায়ীরা বগুড়ায় পেঁয়াজ বেচা বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া সহকারD পরিচালক মেহেদী হাসান ও কৃষি বিপনন অধিদপ্তর বগুড়ার সিনিয়র বিপনন কর্মকর্তা মমতা হক যৌথ ভাবে অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। তার পরও কিছু ব্যবসায়ী দাম বাড়াচ্ছে। অনেকেই ক্রয়ের রশিদ দেখাতে পারেনি। এমন দুই ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146090