নওগাঁর বদলগাছিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত স্ত্রী-সন্তান আহত

নওগাঁর বদলগাছিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত স্ত্রী-সন্তান আহত

স্টাফ রিপোর্টার: নওগাঁর বদলগাছি উপজেলার শালককুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মো: রায়হান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত এবং তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে এ দুঘর্টনা ঘটে। নিহত মো: রায়হান (২৮) বদলগাছির কাশিমালা এলাকার মোঃ রেজাউল হোসেনের ছেলে। তিনি ঢাকার কমলাপুর স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ৫ দিনের ছুটি নিয়ে তিনি বাড়িতে এসেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছি থানার ওসি মো: আনিসুর রহমান।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সদস্য রায়হান স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বদলগাছি থেকে পাশেই আক্কেলপুরে বাজারে যাচ্ছিলেন। কিন্তু পথে তিনি শালুক কুড়ি নামক স্থানে দুর্ঘটনায় পতিত হন। এসময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তার মোটরসাইকেলের সাথে একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

এ দুর্ঘটনায় তার স্ত্রী মোছা: মিম্মা ও ছেলে আব্দুর রহমান আহত হন। পরে আহত পুলিশ সদস্যকে আক্কেলপুর হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত তার স্ত্রী ও ছেলেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146080