বগুড়ার শিবগঞ্জে সরকারের দেয়া উপহারের বাড়ি ফেলে ভারতে বসবাস বীর মুক্তিযোদ্ধার
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ধিরেন্দনাথ সাহা সরকারের দেওয়া উপহার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রেখে পরিবার নিয়ে ভাবতে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা ধিরেন্দ্রনাথ সাহা উপজেলার দেউলি ইউনিয়নের বাসিলা গ্রামের মৃত্যু মনি সাহার বড় ছেলে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, নির্দিষ্ট কমিটির মাধ্যমে উপজেলায় অসহায় ভূমিহীন ২০ মুক্তিযোদ্ধার নামে তালিকা করা হয়। ওই তালিকায় মুক্তিযোদ্ধা ধিরেন্দ্রনাথের নামও অন্তর্ভুক্ত করা হয়। ২০২১-২২ অর্থবছরে ওই মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে ৩ থেকে পৌনে ৫ শতক জমিতে পৃথকভাবে ১৮ মুক্তিযোদ্ধাকে পাকাবাড়ি নির্মাণ করে সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। তবে জমির কাগজপত্রে জটিলতার জন্য দুই মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মাণ করে দেওয়া সম্ভব হয়নি। প্রতিটি বাড়ি নির্মাণ ব্যয় ১০ লাখ ৯৮ হাজার ৪৮৩ টাকা।
শর্ত ছিল উপহার পাওয়া বাড়িতে তারা পরিবার নিয়ে বসবাস করবেন। এলাকাবাসীর অভিযোগ, মুক্তিযোদ্ধা ধিরেন্দ্রনাথ সাহা বাড়িটি বুঝে পাওয়ার একমাস পর থেকে তা পরিত্যক্ত অবস্থায় রেখেছেন এবং তিনি পরিবার নিয়ে ভারতে বসবাস করছেন।
মুক্তিযোদ্ধা ধিরেন্দ্রনাথ সাহার ছোট ভাই সুকুমার সাহাসহ স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা ধিরেন্দ্রনাথ সাহা দেশ স্বাধীনের চার বছর পর থেকে ভারতে শিলিগুড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন। তিনিসহ তার পরিবারের লোকজন ভারতের নাগরিকত্ব পেয়েছেন।
বাবার অংশ পাওয়া জমাজমি দেখাশোনা করায় জন্য তার পৈতৃক নিবাস বাসিলা গ্রামে যাতায়াত করেন এবং বাংলাদেশের নাগরিকত্বও বহাল রেখেছেন তিনি। তারা আরও জানান, পাশে গ্রাম রামচন্দ্রপুরে পৌনে ৫ শতক কেনা জমিতে সরকারের উপহার পাওয়া বাড়িটি নির্মাণ করে নিয়েছেন তিনি।
মুক্তিযোদ্ধা ধিরেন্দ্রনাথ বর্তমানে ভারতে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি’র সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা ধিরেন্দ্রনাথ সাহা এক ধনাঢ্য পরিবারের সন্তান। দেশ স্বাধীনের কয়েক বছর পর থেকে তিনি ভারতে বসবাস করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক জানান, তিনি শুনেছেন মুক্তিযোদ্ধা ধিরেন্দ্রনাথ সাহা সরকার থেকে পাওয়া বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রেখেছেন। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান জানান, বিষয়টি তিনি খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146062