গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর মামলায় ২ জন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর মামলায় ২ জন গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত শনিবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডল এবং নিষিদ্ধ ঘোষিত ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুপম চাকী।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুইজনকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146043