জালিয়াতি কাণ্ডে বিপাকে সংগীতশিল্পী নেহা কক্কর

জালিয়াতি কাণ্ডে বিপাকে সংগীতশিল্পী নেহা কক্কর

বিনোদন ডেস্ক : আইনি বিপাকে পড়েছেন ভারতীয় সংগীতশিল্পী নেহা কক্কর। ৫ লাখ রুপির জালিয়াতি কাণ্ডে জড়িয়েছে তার নাম। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে উয়োরলি পুলিশ।

জানা গেছে, মুম্বাইয়ের এক আইনজীবী ট্রেডিং করতে গিয়ে সম্প্রতি ৫ লাখ রুপি হারিয়েছেন। ওই ট্রেডিং ওয়েবসাইটটি নিজেদের প্রচারের জন্য নেহা কক্করের নাম ব্যবহার করেছিল। গায়িকার ছবি দেখেই এই ওয়েবসাইটের ীপর ভরসা করে বিপাকে পড়েছেন আইনজীবী। তবে জানা গেছে, গায়িকার নাম বেআইনিভাবে ব্যবহার করেছে ওয়েবসাইটটি। তিনি কোনোভাবেই এই ওয়েবসাইটের শুভেচ্ছাদূত বা মুখ নন। ইতিমধ্যে উয়োরলি থানায় অভিযোগ দায়ের করেছেন শবনম মুহাম্মদ হোসেন সাঈদ নামের সেই আইনজীবী। 

চলতি বছর জুন মাসে তিনি এই ট্রেডিং ওয়েবসাইটের বিষয়ে জানতে পারেন। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে নেহা কক্করকে এই ওয়েবসাইটের হয়ে প্রচার করতে দেখেছিলেন তিনি। সেখানে এ-ও বলা হয়েছিল, ‘ওয়েবসাইটটি খুব বিশ্বস্ত ও আইনসম্মত।’ তার পরেই ফাঁদে পা দেন ৪৫ বছর বয়সি আইনজীবী। তিনি ফোনে এই ট্রেডিং ওয়েবসাইটের একজনের সঙ্গে যোগাযোগ করেন। সেই ফোন নম্বরটি আন্তর্জাতিক ছিল। বিজয় ও জিমি ডি’সুজা নামে দুই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন শবনম। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, অ্যাকাউন্ট খুললে বড় অঙ্কের লাভ করতে পারবেন আইনজীবী। ১৮ জুন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ রুপি পাঠান শবনম। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। 

নেহার পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি এই বিষয়ে। তবে শুধু নেহা নন। এর আগে অন্য তারকাদের ছবি ব্যবহার করেও অনলাইন আর্থিক জালিয়াতির ঘটনা ঘটেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146019