মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজারে ২৪ ঘণ্টায় ১১৬ মিলিয়ন ভিউের রেকর্ড

মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজারে ২৪ ঘণ্টায় ১১৬ মিলিয়ন ভিউের রেকর্ড

বিনোদন ডেস্ক : পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের রহস্যময় গল্প এবার পর্দায় ফুটে উঠতে চলেছে। হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো পরিচালিত বায়োপিক ‘মাইকেল’-এর টিজার দুই দিন আগে প্রকাশিত হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় এটি ১১৬.২ মিলিয়ন ভিউ সংগ্রহ করেছে, যা ইতিহাসে কোনো মিউজিক্যাল বায়োপিকের ট্রেইলারের সর্বোচ্চ ভিউ। এই ট্রেইলার লায়নসগেটের জন্যও সর্বকালের সর্বোচ্চ ট্রেইলার প্রকাশের রেকর্ড স্থাপন করেছে।

ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। প্রকাশিত টিজারে দেখা যায়, জাফর নিখুঁতভাবে মাইকেলের বিখ্যাত ‘মুনওয়াক’ নাচ এবং ‘থ্রিলার’ যুগের পারফরম্যান্সে আত্মপ্রকাশ করেছেন। সিনেমায় তারকা ভরা কাস্টে রয়েছেন মাইলস টেলার (আইনজীবী জন ব্রাঙ্কা), কোলম্যান ডোমিঙ্গো (পিতা জো জ্যাকসন), ক্যাট গ্রাহাম (ডায়ানা রস), নিয়ালং (মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন), লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন এবং জুলিয়ানো ক্রু ভ্যালদি (কৈশোরের মাইকেল চরিত্রে)।

টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কেউ মুগ্ধতা প্রকাশ করেছেন, কেউবা কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছেন। আগামী সপ্তাহ থেকে এই ট্রেইলার বড় পর্দাতেও প্রদর্শিত হবে। ছবির গল্পের সারসংক্ষেপ অনুযায়ী, এটি মাইকেল জ্যাকসনের জ্যাকসন ফাইভের শুরু থেকে তার একক সঙ্গীতজীবনের উজ্জ্বল মুহূর্ত পর্যন্ত পুরো জীবনের পরিক্রমা দেখাবে। মঞ্চের বাইরের জীবন, ব্যক্তিগত মুহূর্ত ও শিল্পীর প্রতিভার গভীর দিকগুলোও অনবদ্যভাবে উপস্থাপন করা হবে।

প্রয়াত গায়কের মা ক্যাথরিন জ্যাকসন জানিয়েছেন, ‘জাফর আমার ছেলের সঙ্গে দেখতে প্রায় একই রকম। তাই তাকে পর্দায় দেখলে আমার ছেলে মনে পড়বে। আমাদের পরিবারের বিনোদনের ধারা এগিয়ে নেওয়ার দায়িত্ব জাফরের ওপরও থাকবে।’ ‘মাইকেল’ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী বছরের ২৪ এপ্রিল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146016