মাঠ পর্যায়ে এনআইডি-তে বয়স সংশোধনে কঠোর হচ্ছে ইসি

মাঠ পর্যায়ে এনআইডি-তে বয়স সংশোধনে কঠোর হচ্ছে ইসি

মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স সংশোধনের কাজ না করানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধনের অপব্যবহার ও অনিয়ম ঠেকাতে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করা হচ্ছে, যেখানে কেন্দ্রীয়ভাবে এসব আবেদনের নিষ্পত্তি হবে।

আজ সোমবার (১০ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর জানান, এনআইডি সংশোধনের বর্তমান প্রক্রিয়ায় অনিয়ম ও অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের প্রবণতা দেখা দেওয়ায় কমিশন বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে চায়। তিনি বলেন, বয়স সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠ পর্যায়ের অফিসে না রেখে কমিশনের প্রধান কার্যালয়ে নিষ্পত্তি করা হবে। এতে ডাটাবেজের সুরক্ষা বাড়বে এবং অনাকাঙ্ক্ষিত অপব্যবহার রোধ করা সম্ভব হবে।

ডিজি আরো জানান, এনআইডি সংশোধনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে ভুয়া তথ্য দিয়ে জন্ম তারিখ পরিবর্তনের ঘটনাও ধরা পড়েছে। এসব প্রতিরোধেই নতুন এসওপি প্রণয়নের কাজ চলছে। হুমায়ুন কবীর বলেন, আমরা দেখেছি, কিছু মানুষ প্রকৃত প্রয়োজনে নয় বরং অসৎ উদ্দেশ্যে তথ্য বদলাতে চায়। এতে ডাটাবেজের সঠিকতা নষ্ট হচ্ছে। তাই সংশোধন প্রক্রিয়াকে আরো নিয়ন্ত্রিত ও সময়সীমাবদ্ধ করতে হবে।

নতুন এসওপিতে শুধু বয়স নয়, অন্যান্য সংশোধনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা আনা হচ্ছে। আবেদন ফেলে রাখা, অসম্পূর্ণ তথ্য প্রদান, দালিলিক প্রমাণ দাখিলে বিলম্ব-এসব সমস্যা মোকাবিলায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন নিষ্পত্তির প্রস্তাব করা হয়েছে বলেও জানা গেছে। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146003