চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে আহমেদ হোসেন (৫২) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলের রিয়াদ হোসেনকে (২২) সোমবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে। নিহত আহমেদ হোসেন (৫২) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আহমদ হোসেনের সাথে তার বড় ছেলে রিয়াদ হোসেনের বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিয়াদ তার বাবা আহমদ হোসেনকে ছুরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদত ইসলাম বলেন, রাতে ছুরিকাঘাতে আহত অবস্থায় আহমেদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, উপজেলার কাঞ্চনা এলাকায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযুক্ত রিয়াদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145999