গার্দিওলার হাজারতম ম্যাচে পাত্তাই পেল না লিভারপুল

গার্দিওলার হাজারতম ম্যাচে পাত্তাই পেল না লিভারপুল

স্পোর্টস ডেস্ক : পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচটিকে দুর্দান্ত এক জয় দিয়েই স্মরণীয় করে রাখল শিষ্যরা। রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর স্বস্তি না কাটতেই, লিগে আবারও পথ হারাল আর্নে স্লটের দল। সিটির হয়ে গোল তিনটি করেন আর্লিং হলান্ড, নিকো গনজালেস ও জেরেমি ডোকু। ২০২৩ সালের এপ্রিলের পর প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে এটিই সিটির প্রথম জয়। 

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সিটি। নবম মিনিটে জেরেমি ডোকুকে বক্সে ফাউল করেন লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজলেও, আর্লিং হলান্ডের নেওয়া দুর্বল কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক। তবে পেনাল্টি মিসের হতাশা ভুলতে সিটিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৯তম মিনিটে মাথিয়াস নুনেসের মাপা ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন সেই হলান্ড। এটি লিগে ১১ ম্যাচে তার ১৪তম গোল। প্রথমার্ধের যোগ করা সময়ে নিকো গনজালেসের শট লিভারপুলের ডিফেন্ডার ফন ডাইকের পায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির পর ৬৩তম মিনিটে জেরেমি ডোকুর চোখধাঁধানো এক গোলে সিটির বড় জয় নিশ্চিত হয়।

১১ ম্যাচের পাঁচটিতে হেরে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা নেমে গেছে পয়েন্ট তালিকার আটে। আর সমান ম্যাচে সপ্তম জয় পেয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। শীর্ষ দল আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দলটি। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145998