যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারো হামলা চালিয়েছে ইসরাইল। দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বিনতে জবাইলের আল-সাওয়ানেহ এবং খিরবেত সেল্মের মধ্যবর্তী এলাকায় চালানো হামলায় একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, একটি ইসরাইলি ড্রোন ওই এলাকায় একটি পিকআপ ভ্যানে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়া নাবাতিয়েহের ইকলিম আল-তুফাহ এলাকায় হুমিন আল-ফাওকা-হামিলা সড়কে একটি গাড়িতে হামলায় আরো একজন নিহত হন।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি ড্রোন টায়ার জেলা ও আশপাশের অঞ্চল, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইল এলাকায় খুব নিচু দিয়ে উড্ডয়ন করছে এবং টহল দিচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।খবর : টিআরটি ওয়ার্ল্ড।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145996