রাজশাহী শিক্ষা বোর্ডের ৮৫ কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার ৮৫টি কেন্দ্রে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম সইকৃত একটি পত্র সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কেন্দ্র তালিকা সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা মোট ৮৫টি কেন্দ্রের মধ্যে বগুড়ায় ১২ টি কেন্দ্র রয়েছে। বগুড়া জেলার কেন্দ্রগুলো হচ্ছে-বগুড়া জিলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি চাঁচাইতারা মাদলা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, ধুনট সরকারি নায়েম উদ্দীন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শেরপুর সরকারি ডি. জে. মডেল উচ্চ বিদ্যালয়, সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়, সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এবং গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও রাজশাহী জেলায় ১৩, চাঁপাইনবাবগঞ্জে ৬, নাটোরে ৯, নওগাঁয় ১৩, পাবনায় ১৩, সিরাজগঞ্জে ১৩ ও জয়পুরহাটে ৫টিসহ মোট ৮৫টি কেন্দ্রে চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) মো. জহিরুল হক বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য দেড় ঘণ্টা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য দেড় ঘণ্টাসহ ৩ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে শেষ হবে দুপুর ১টায়। ১ম দিন বাংলা, ২য় দিন ইংরেজি, ৩য় দিন গণিত ও চতুর্থ দিনে বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম বলেন, চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। বেশিরভাগ উপজেলা হেড কোয়ার্টারে অবস্থিত স্কুলগুলোতে কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে করে বাড়ি থেকে এসে পরীক্ষা দিতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145975