গজারিয়ায় ডাকাতির মূল হোতা হোসেন আটক

গজারিয়ায় ডাকাতির মূল হোতা হোসেন আটক
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক দিনের ব্যবধানে সংঘটিত দুটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী হোসেন মিয়াসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
 
আজ রোববার (৯ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে হোসেন মিয়া এবং ভৈরব এলাকার বাবু।
গজারিয়া থানা সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনার জড়িতের ধরতে মাঠে নামে পুলিশ। একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে অনুসন্ধান শুরু হয়। সেখানে দেখা যায় পিকআপে থাকা কয়েকজন মানুষ বালুয়াকান্দি গ্রামে ঢুকছে। এই ক্লু ধরে দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ নিশ্চিত হয় পিকআপে থাকা লোকজনই বালুয়াকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত। পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হোসেন নামে এক ডাকাতের পরিচয় নিশ্চিত হওয়া গেলে তাকে আটক করা হয়। আটককৃত হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সে। হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাত দলের বাকি সদস্যের আটকে মাঠে নামে পুলিশ।
 
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, এ ঘটনায় হোসেন নামে একজন ডাকাতকে আটক করার পরে আমরা তাকে আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ড আবেদন করি। আদালত শুনানি শেষে আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আশা করছি রিমান্ডে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। এই ঘটনায় হোসেনের আরও এক সহযোগী র‍্যাবের হাতে আটক হয়েছে। এখানে জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছি আমরা তাদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
 
প্রসঙ্গত, গত রোববার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটে। জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৫৪ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা। এর পরদিন সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামে একইভাবে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪৮ লাখ টাকার মালামাল লুট করে নেয় সংঘবদ্ধ ডাকাত দল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145952