শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রীর ছদ্মবেশে অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্বামী-স্ত্রীর ছদ্মবেশে অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি স্বপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় পরিচালিত এই অভিযান এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
গ্রেপ্তারকৃত স্বপন মিয়া (৩৪) সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার বাসিন্দা ও মৃত আরজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক কারবারির সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা যায়, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্তঘেষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশি উপস্থিতি টের পেলেই তিনি পালিয়ে যেতেন এবং বিভিন্ন সোর্স থাকায় আগাম খবর পেয়ে প্রতিবারই গ্রেপ্তার এড়াতেন। অবশেষে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিনব কৌশলে তিনি ধরাশায়ী হলেন।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরাফত আলী। তিনি বোরকা পরে স্ত্রী সাজেন ও এক কনস্টেবলকে স্বামী সাজিয়ে মোটরসাইকেলে করে স্বপন মিয়ার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করেন। স্বপনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব। স্বপন মিয়া দীর্ঘদিন পুলিশের নজর এড়িয়ে চলছিল। তাই অভিযানে বিশেষ কৌশল নেওয়া হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা বুদ্ধি ও পেশাদারিত্বের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145931