গাইবান্ধার সাঘাটায় স্বতন্ত্র প্রার্থীর শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনা ১৪৪ ধারা জারি
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় গাইবান্ধার সাঘাটায় উত্তেজনা বিরাজ করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নাহিদুজ্জামান নিশাদ এর মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।
আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঘাটা উপজেলায় ১৪৪ ধারা জারি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোঃ আল কামাহ্ তমাল জানান, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ এর মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। ফলে দুই পক্ষের সংঘর্ষ এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আজ রোববার (৯ নভেম্বর) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145920