জাহানারার অভিযোগে চার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি

জাহানারার অভিযোগে চার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি

নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগকে ঘিরে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগ ওঠার পরপরই তদন্ত প্রক্রিয়া শুরুর প্রস্তুতির অংশ হিসেবে চার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

ওএসডি হওয়া চার কর্মকর্তা হলেন দলের ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং বিসিবির কর্মকর্তা সারফরাজ বাবু।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি এক জাতীয় দৈনিকে বলেন, অভিযোগ যাদের বিরুদ্ধে এসেছে তাদের বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তিনি জানান, এই ঘটনাটি বিসিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে থাকা মঞ্জুরুল ইসলাম, যিনি নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক, বর্তমানে চীনে অবস্থান করছেন। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিসিবির তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং যেকোনো ধরনের তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

এদিকে শনিবার বিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি ঘোষণা করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন বোর্ডের নতুন পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145913