ঢাবি শীতকালীন বইমেলার আজ শেষ দিন

ঢাবি শীতকালীন বইমেলার আজ শেষ দিন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত ‘শীতকালীন বইমেলা-২০২৫ (সিজন-২)’ আজ রোববার (৯ নভেম্বর) শেষ হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টায় পর্দা নামবে এ বছরের আয়োজনের।

আজকের উল্লেখযোগ্য আয়োজনে:

দুপুর ২টায় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচিত মুক্ত আলোচনা—‘শরিয়াহ আইনে ব্লাসফেমি’। আয়োজকদের ধারণা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আগ্রহী অনেকেই এতে অংশ নেবেন। বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান; এতে দেশের খ্যাতিমান আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত থাকবেন।

বইমেলা ঘিরে বারাকাহ ফাউন্ডেশন আয়োজিত কোরআনি মজমা ও ‘কোরআন কুইজ প্রতিযোগিতা-২০২৫’ও আজ সন্ধ্যায় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে বিভিন্ন অনুষদ ও হলের প্রায় শতাধিক শিক্ষার্থী। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে কোরআন, ইসলামি দর্শন সংক্রান্ত বইসহ লক্ষাধিক টাকার পুরস্কার।

অনুষ্ঠানটি ঘিরে ক্যাম্পাসে কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ব্যাপক সাড়া। প্রতিটি আবাসিক হলে লাগানো হয়েছে পোস্টার—চলেছে স্টলিং, ব্যানার, আমন্ত্রণপত্র বিতরণ ও স্ট্রিট দাওয়াহ।

কী থাকছে মেলায়?

আয়োজক ‘ঢাবি দাওয়াহ সার্কেল’ জানায়, বই বিক্রির পাশাপাশি রয়েছে নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন—লেখক-পাঠক আড্ডা, কোরআন তিলাওয়াত, কুইজ ও পুরস্কার বিতরণ, বিনামূল্যে কফি কর্নার, গাছের চারা বিতরণ, অনুপ্রেরণামূলক বক্তৃতা ও সেমিনার।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান মেলার উদ্বোধন করেন। এই চার দিনব্যাপী মেলায় অংশ নিয়েছে দেশের ২৮টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান। ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী বই, সিরাত, শিশুতোষ বই, কবিতা ও প্রবন্ধসহ নানা নতুন প্রকাশনা নিয়ে স্টল সাজিয়েছে প্রকাশকরা।

টিএসসি প্রাঙ্গণ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভরে ওঠে বইপ্রেমীদের পদচারণায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও আগত পাঠক ও দর্শনার্থীদের ভিড়ে পুরো মেলাঙ্গন থাকে মুখর।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145902