গাজায় যুদ্ধবিরতি পর এ পর্যন্ত ২৪১ জনকে হত্যা, মৃত্যু ছাড়াল ৬৯ হাজার

গাজায় যুদ্ধবিরতি পর এ পর্যন্ত ২৪১ জনকে হত্যা, মৃত্যু ছাড়াল ৬৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বর্বর হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে বলে শনিবার (৮ নভেম্বর) জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে চলমান যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে মৃতদেহ বিনিময় অব্যাহত রয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে আরও মৃতদেহ উদ্ধার এবং আগে অজ্ঞাত থাকা মৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার ফলে সাম্প্রতিক সময়ে নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসঙ্গে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় সীমিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েল গাজার হাসপাতালে ১৫ ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর করে। এর আগের দিন হামাস এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয়। মৃতদেহ ফেরত দেওয়া ও গ্রহণ করা যুদ্ধবিরতির প্রথম ধাপের মূল অংশ, যেখানে হামাসকে দ্রুততম সময়ে সব জিম্মির মৃতদেহ ফেরত দিতে হবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে। প্রায় এক মাস ধরে যুদ্ধবিরতি চললেও গাজায় ধ্বংসস্তূপে এখনও অসংখ্য মরদেহ চাপা পড়ে আছে। সীমিত সরঞ্জাম, জ্বালানি সংকট ও চলমান অবরোধের মধ্যে উদ্ধারকর্মীরা ধীরে ধীরে মৃতদেহ উদ্ধার করছেন। 

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে। এর মধ্যে গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া আরও ২৮৪ জনের নাম যুক্ত হয়েছে। এখনো বহু ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ২৪১ জন নিহত হয়েছেন। গত তিন দিনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া নয়টি মৃতদেহ এবং সাম্প্রতিক হামলায় নিহত একজনসহ ১০টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ছয়জন।

এদিকে পশ্চিম তীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। একই দিনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি কৃষক, স্বেচ্ছাসেবী, সাংবাদিক ও কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন মাত্রা ছাড়িয়েছে বলে অভিযোগ করছে মানবাধিকার সংস্থাগুলোও।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145883