১৯৭৫ সালে ৭ নভেম্বর যে দলটি সংস্কারের সূচনা করেছিল তাদেরকে সংস্কার শেখাতে হবে না : ডা. পাভেল
স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন, এই মাটিতে স্বাধীনতার ঘোষকের জন্ম, এই মাটি একজন পুত্রবধূকে পেয়েছে যিনি গণতন্ত্রকে মুক্ত করেছেন।
মানুষের ভোটের অধিকার ফেরত দিয়েছেন। এমন একজন সন্তান এই মাটিকে ধারণ করেছেন যিনি আগামী দিনে বাংলাদেশেকে গড়ে তুলবেন। আর তিনি হলেন তারেক রহমান। তিনি বলেন ১৯৭৫ সালে ৭ নভেম্বর যে দলটি সংস্কারের সূচনা করেছিল তাদেরকে অন্ততপক্ষে সংস্কার শেখাতে হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ১৯৭৫ সালের ৭ নভেম্বরে যে সময় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন দেশ দেখার কেউ ছিল না।
তখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, পাশের দেশের যে পরিমাণ চাপ, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের দুর্দশা গ্রস্থ অবস্থায় ছিলো। তিনি বলেন একটি দল ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল। ১৯৭১সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল। ১৯৮৬ সালে তারা জাতীয় বেইমান হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে। আমরা এই দলকে চিনেছি। দেশের মানুষকেও চিনাতে হবে।
তিনি আজ শনিবার (৮ নভেম্বর) বিকালে টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭নভেম্বর রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ আলোচনা সভায় প্রধান আলোচকে বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এড. মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা: হাসানাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক কাওসার হাসান টগর, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. আব্দুল বাছেদ, যুগ্ম সম্পাদক শৈখ তাহাউদ্দিন নহিন, নাজমুল হুদা পপন, সাইফুল ইসলাম রনি, এনামুল হক সুমন, নাজমা আক্তার, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, আবু হাসান, হাবিবুর রশিদ সন্ধান, এম এর হাসান পলাশ প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145855