বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিল্টন ওরফে লাদেন (২৩) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার তিশিগাড়ি এলাকায়। জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের আব্দুর রশিদের ছেলে মিল্টন আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় দুপচাঁচিয়া থেকে সান্তাহারের দিকে যাচ্ছিল।
তার মোটরসাইকেলটি বগুড়া- নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের তিশিগাড়ি নামক স্থানে পৌছিলে সামনে থেকে আসা ঢাকাগামী কোচের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পরে ঘটনাস্থলে নিহত হন। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145723