পাকিস্তানকে ২ রানে হারাল ভারত

পাকিস্তানকে ২ রানে হারাল ভারত
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদে ঠাসা। হংকং সিক্সেও তার ব্যতিক্রম হয়নি। আর এবারো পাকিস্তানকে হারিয়ে তাদের ওপর দাপট ধরে রেখেছে ভারত। ৬ ওভারের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও ফল গেছে তাদের পক্ষে।
 
 
আজ হংকংয়ে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৬ ওভারে করে ৪ উইকেটে ৮৬ রান করে। তারপর বৃষ্টির কারণে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩ ওভারে ৪৪ রান। কিন্তু আব্বাস আফ্রিদির দলের ইনিংস শেষ হয় ১ উইকেটে ৪১ রানে। ২ রানে জয় পান দিনেশ কার্তিকেরা।
 
অবসর নেওয়া ক্রিকেটাররা এবার ভারতের প্রতিনিধিত্ব করছেন। কার্তিক ছাড়াও রবিন উথাপ্পা, স্টুয়ার্ট বিন্নির মতো তারকারা খেলছেন। অন্য দিকে পাকিস্তান খেলেছে আব্বাস, খাওয়াজ়া নাফাই, আব্দুল সামাদের মতো তরুণ ক্রিকেটারেরা।
 
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আব্বাস। প্রথমে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ছিলেন ভারতীয়রা। ২টি চার এবং ৩টি ছয়ে উথাপ্পা করেন ১১ বলে ২৮ রান। আরেক ওপেনার ভারত চিলপি ১৩ বলে ২৪ রান করেন ২টি করে চার এবং ছয় মেরে। বিন্নি (৪) অবদান রাখতে পারেননি। ৬ বল খেলে ১৭ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক কার্তিক। মোহাম্মদ শাহজাদ ১৫ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার।
 
 
জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করলেও লাভ হয়নি পাকিস্তানের। খাজা নাফে ৯ বলে ১৮ রান করেন। তার মতো অপরাজিত থাকা আব্দুল সামাদ খেলেন ৬ বলে ১৬ রানের ইনিংস।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145716