ঢাবির দেয়ালে দেয়ালে ‘লিটল লাইব্রেরি’
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে এখন ঝুলে আছে ছোট ছোট লাইব্রেরি। বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে ‘লিটল ফ্রি লাইব্রেরি’। ঠিক রাস্তার পাশে বা আড্ডাস্থলের দেয়ালে টাঙানো এসব ক্ষুদ্র লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা ইচ্ছেমতো বই নিয়ে পড়তে পারছেন। আবার চাইলে নিজের পছন্দের বইও সেখানে দান করতে পারছেন। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাস। সার্বিক সমন্বয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিএম কাওসার।
শুক্রবার বিকেলে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রথম লিটল ফ্রি লাইব্রেরি উদ্বোধনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনের দিন সন্ধ্যায়ই ব্যবসায় শিক্ষা অনুষদ, টিএসসি, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সমাজকল্যাণ ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের উল্লেখযোগ্য কয়েকটি জায়গায় স্থাপন করা হয় বেশ কয়েকটি লাইব্রেরি। কাঠ ও টিন দিয়ে তৈরি প্রতিটি লাইব্রেরিতে রাখা রয়েছে রাজনীতি, সাহিত্য, দর্শন, অর্থনীতি ও ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের বই। প্রতিটি লাইব্রেরিতে রাখা হয়েছে প্রায় ৫০টির মতো বই—যেখানে যে কেউ এসে একটি বই নেয়া এবং আরেকটি বই রেখে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
উদ্যোক্তা সাকিব বিশ্বাস বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের জন্য ‘লিটল ফ্রি লাইব্রেরি’ আমার ছোট উদ্যোগ। আমরা চাই শিক্ষার্থীরা কম খরচে এবং সহজে বই পড়ুক। এই লাইব্রেরি শিক্ষার্থীরাই সামাল দেবে—এটাই পরিকল্পনা।”
বিএম কাওসার বলেন, “সারা দুনিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ে এমন লিটল লাইব্রেরি জনপ্রিয়। বাংলাদেশে ধারণাটি একেবারেই নতুন। আমরা চাই এখান থেকেই এই সংস্কৃতির সূচনা হোক।”
ক্যাম্পাস জুড়ে দেয়ালের কোণে কোণে টাঙানো এসব ক্ষুদ্র তবে নজরকাড়া লাইব্রেরি ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন—বলে উঠছে, ঢাবির মুক্ত পাঠের সংস্কৃতিতে এটি হতে পারে নতুন এক সংযোজন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145710