জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান আর নেই

জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান আর নেই
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদের মহাসচিব মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান (৬৮)আর নেই।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
 
গত বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
আজ শুক্রবার সকাল ১০ টায়  মিঠাপুকুর উপজেলার চুহড় উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব গুণগ্রাহী রেখে গেছেন।
 
মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অবসরে যাওয়া উপ সহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান  পায়রাবন্দের চহড় ব্লকে কর্মরত থাকাকালীন তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক সহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন।পরে তিনি জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদের মহাসচিবের দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে। সেখানেই তাকে সমাহিত করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145672