চিলমারীতে সরকারি সার ও বীজ বাইরে বিক্রি হচ্ছে
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সরকারি সার ও বীজ অফিস থেকে তুলে বাইরে বিক্রি করার অভিযোগ উঠেছে। কৃষি অফিস থেকে সার ও বীজ উত্তোলন করে অফিসের সামনেই ফরিয়া বিক্রেতাদের কাছে বিক্রি করছেন নামধারী কৃষকরা। এজন্য নিয়ম বহির্ভূতভাবে কৃষক নির্বাচনকে দায়ী করছেন সচেতন মহল।
জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ফসলের বীজ ও সার প্রদান করে উপজেলা কৃষি দপ্তর। এতে উপজেলার ৬ ইউনিয়ন মিলে মোট ২হাজার ৩০০কৃষককে জনপ্রতি ১কেজি সরিষার বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়। কৃষি অফিস থেকে এসব সার ও বীজ উত্তোলন করে অফিসের সামনেই ফরিয়া বিক্রেতাদের নিকট বিক্রি করছেন নামধারী কৃষকরা। এজন্য নিয়ম বহির্ভূতভাবে কৃষক নির্বাচনকে দায়ী করছেন সচেতন মহল।
সরেজমিনে বৃহস্পতিবার উপজেলা কৃষি দপ্তরের সামনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করতে দেখা যায়। এসময় এক ফরিয়া ব্যবসায়ীকে সার ও বীজ ভর্তি একটি অটো নিয়ে যেতে দেখা যায়। অপর এক ফরিয়া ব্যবসায়ীকে অফিসের মূল ফটকের সামনে তার ক্রয়কৃত সার ও বীজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফরিয়া ব্যবসায়ী জানান, তিনি ২ বস্তা সার ও ৫ প্যাকেট সরিষার বীজ ২হাজার ৫০০ টাকায় ক্রয় করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় জানান, বিষয়টি আমার জানা নেই, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145637