পাঁচবিবিতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত   

পাঁচবিবিতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত   

‎‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের ধাক্কায় দ্বিলীপ কুমার (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের ভাড়াহুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ একই উপজেলার বৃদ্ধিগ্রামের নগেন চন্দ্রের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি অ্যাম্বুলেন্সে চাঁনপাড়া থেকে রোগী নিয়ে জয়পুরহাট সদরের দিকে যাবার পথে ভাড়াহুড়া নামক স্থানে একই দিকে যাওয়া ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

 

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145624