নোবেলের আদলে ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা!

নোবেলের আদলে ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা!

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি নতুন পুরস্কারের ঘোষণা করেছে-‘ফিফা পিস প্রাইজ’। এই পুরস্কার দেওয়া হবে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করবে ফিফা।

বুধবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, পুরস্কারটি ‘শান্তির জন্য অসাধারণ পদক্ষেপের স্বীকৃতি হিসেবে’ প্রদান করা হবে। তবে প্রথম পুরস্কারটি কে পাবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখনই জানাননি। তিনি বলেন, ‘৫ ডিসেম্বরেই দেখবেন।’ এই কথা ইনফান্তিনো বলেন মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে বক্তৃতা দেওয়ার সময়, যেখানে কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিয়েছিলেন।

ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব এখন অনেক বিভক্ত ও অস্থির। তাই যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন এবং মানুষকে একত্র করছেন, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া খুবই জরুরি।’ ফিফা জানিয়েছে, এই পুরস্কার প্রতিবছর দেওয়া হবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে। ইনফান্তিনো আরও বলেন, ‘বিশ্বকাপ ড্র এমন একটি মঞ্চ, যেখানে এমন কাউকে সম্মান জানানো যায়, যিনি শান্তির জন্য অনেক কিছু করেছেন। ফুটবল কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত নেতাদেরই সেই গোলটা করতে হয়।’ গত মাসে নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরস্কার পাননি। ইনফান্তিনো বলেন, ‘আমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দারুণ সম্পর্ক। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তিনি বিশ্বকাপ আয়োজনের প্রতিটি কাজে খুব সহযোগিতা করছেন। আমি তাকে সত্যিই ঘনিষ্ঠ বন্ধু মনে করি।’

সম্প্রতি ফিফা আরও একটি ঘোষণা দিয়েছে-২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির অর্থ দিয়ে গঠিত ১০ কোটি ডলারের একটি শিক্ষা প্রকল্পের বোর্ডে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে যুক্ত করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145586