প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান মেয়র মামদানি

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমাতে একসঙ্গে কাজ করার উপায় নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে নিউইয়র্কবাসীর ক্ষতি করে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। 

মামদানি বলেন, নিউইয়র্কবাসীর সেবা করতে কিভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করতে তিনি আগ্রহী।মামদানি ঠাট্টা করে বলেন, হোয়াইট হাউজ এখনো তাকে জয়ের জন্য অভিনন্দন জানায়নি।

মামদানির নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল জীবনযাত্রার ব্যয় কমানো, মুদ্রাস্ফীতি রোধ এবং নিত্যপণ্যের দামে লাগাম টানা। আর তার এসব পরিকল্পনাই তাকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করতে সাহায্য করেছিল।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পুরণে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানান মামদানি।তিনি বলেন, ‘শ্রমিক শ্রেণীর জীবনের সংকট কোথায় তা খুঁজে বের করাই যথেষ্ট নয়। বরং সেই সংকট মোকাবেলায় কাজ করা বেশি জরুরি।’

তিনি ইহুদি নিউইয়র্কবাসীদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন, যাতে তারা কেবল তাদের নিজেদের সম্প্রদায়কে রক্ষা করাই নয়, বরং ‘উদযাপন ও লালন’ করতে পারে। নির্বাচিত মেয়র আইনের শাসনের গুরুত্বের ওপর জোর দিয়ে সাংবাদিকদের বলেন, আইন হবে সবার জন্য সমান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145548