বগুড়ার সোনাতলায় ১৩৫ হেক্টর জমির ধান রক্ষায় কৃষকের প্রাণপণ চেষ্টা
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় সম্প্রতি ঝড়-বৃষ্টিতে পানিতে নুয়ে পড়া ফসল রক্ষায় কৃষক খোঁপা পদ্ধতিতে আঁটি বেঁধে জমির ধান রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষকের ওই পদ্ধতির ফলে জমিতে বেঁধে থাকা পানির ওপর হেলে পড়া ধানের গাছগুলো দাঁড়িয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝড়-বৃষ্টিতে ওই উপজেলার মোট ৯ হাজার ৭৫৫ হেক্টর জমির মধ্যে ১৩৫ হেক্টর জমির ধান পানির ওপর হেলে পড়েছে। এতে করে ওই উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ১৩৫ হেক্টর জমির ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
ওই পরিমাণ জমির ধান রক্ষা করার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাইকিং করে কৃষকদের সতর্ক ও পরামর্শ দেওয়ার পর কৃষকেরা তাদের জমিতে হেলে পড়া ধান খোপা (আঁটি) করে বেঁধে দিচ্ছেন। এর ফলে হেলে পড়া ধানের গাছগুলো দাঁড়িয়ে যাচ্ছে।
এ বিষয়ে জন্তিয়ারপাড়া গ্রামের কৃষক আইয়ুব আলী বলেন, সম্প্রতি ঝড়ে তার রোপণ করা ৭ বিঘা জমির ধান হেলে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। কৃষি বিভাগের পরামর্শে সেই হেলে পড়া ধানের গাছগুলো দাঁড়িয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগে পাকা ধানের পাশাপাশি আধাপাকা ধানের গাছও হেলে পড়ে সীমাহীন ক্ষতি হয়েছে। অল্প কিছ ুদিনের মধ্যেই (১০-১৫ দিনের মধ্যে) জমির ধানগুলো ঘরে তোলার আগ মুহূর্তে বৃষ্টির ফলে জমির পাকা ধান জমিতেই ঝরে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, উপজেলায় কৃষকদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। যাতে করে কৃষক জমিতে থাকা পানির ওপর হেলে পড়া ধানের গাছগুলো খোপা পদ্ধতিতে বেঁধে দিয়ে রক্ষা করতে পারে। তিনি আরও বলেন, ৯ হাজার ৭৫৫ হেক্টর জমির মধ্যে ১৩৫ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত সময়ের মধ্যে খোপা পদ্ধতিতে আঁটি বেঁধে দিতে পারলে ধান নষ্টের হাত থেকে রক্ষা পাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145537