বগুড়ার শিবগঞ্জে ৮৩ বছর বয়সেও বিধবা ফিরোজার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড

বগুড়ার শিবগঞ্জে ৮৩ বছর বয়সেও বিধবা ফিরোজার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী সাত ভাই পাড়ার গ্রামের বিধবা ফিরোজা বেগমের বর্তমান বয়স ৮৩ বছর। কিন্তু আজও তার ভাগ্যে জুটেনি বিধবা কিংবা বয়স্ক ভাতার কার্ড। বিধবা ফিরোজা উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী সাত ভাই পাড়ার গ্রামের মৃত্যু আফজাল হোসেনের স্ত্রী।

বিধবা ফিরোজার পাঁচ সন্তান সবাই বিয়ে করে পৃথক হওয়ায় তার সংসারে অনটন লেগেই আছে। প্রায় ২০ বছর আগে স্বামী মারা যায়। বাড়ির ভিটা ছাড়া আবাদি কোন জমি নেই তাদের। ফিরোজা বেগম মৃত্যুর আগে ভাতার কার্ডের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক জানান, বিষয়টি তার জানা নেই। তিনি ওই বিধবার ভাতা কার্ডের ব্যবস্থা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিধবা ফিরোজার খোঁজখবর নিয়ে ভাতা কার্ডের ব্যবস্থা করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145519