যা নিয়ে ব্যস্ত আগুন
অভি মঈনুদ্দীন ঃ আগুন, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় একজন গায়ক। সালমান শাহ মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় প্লে-ব্যাক (সিনেমার গান) করেই মূলত একজন গায়ক হিসেবে আগুনের উত্থান। এরপর থেকে মূলত সালমান শাহ’র প্রায় প্রতিটি সিনেমাতেই তিনি গান গেয়েছেন।
আগুন ও সালমান শাহ’র সম্পর্কটা ছিলো বন্ধুত্বের। প্রিয় বন্ধু সালমান শাহ মারা গেছেন আজ থেকে ২৯ বছর আগে। কিন্তু বন্ধুকে হারানোর কষ্ট আজও বুকে রয়েছে তার। প্রায় সময়ই সালমান শাহ’র কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন।
এরইমধ্যে নভেম্বরের প্রথম দিনে ‘সঙ্গীতা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আগুনের কন্ঠের একটি পুরোনো গান ‘জীবন’। গানটি লিখেছেন ও সুর করেছেন বাংলাদেশের আরেক প্রয়াত কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক আলম খানের ছেলে আরমান খান। গানটি আবারো ইউটিউবে প্রকাশিত হওয়ায় আগুন বেশ উচ্ছ্বসিত, কারণ এই গানটি তার অনেক প্রিয় একটি গান। নিজের ফেসবুকে শেয়ার দিয়ে গানটি শোনার জন্য সবাইকে আহ্বান করেন আগুন। এ
রইমধ্যে ‘নতুন কুঁড়ি ২০২৫’এর বিচারক হিসেবেও কাজ করেছেন আগুন। তার ভাষ্যমতে গানের প্রতিটি শাখাতেই বেশ ভালো ভালো কিছু সঙ্গীতশিল্পী পাওয়া গেছে যারা আগামীতে অনেক ভালো করবে। এদিকে বিটিভি’র ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামক একটি অনুষ্ঠানের এখন নিয়মিত উপস্থাপনা করছেন আগুন। প্রতিটি পর্বেই আগত শিল্পীদের সঙ্গে গল্প গানে মেতে উঠেন আগুন। এরইমধ্যে আগুনের উপস্থাপনায় ‘আগুন ঝরা সন্ধ্যা’ অনুষ্ঠানটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আগুনও জানান তিনি এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে করে যেতে চান।
আগুন বলেন,‘ অনেক আগে গাওয়া জীবন শিরোনামের একটি গান নতুন করে সঙ্গীতার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর আরশান খানের। গানটি যে সময় গেয়েছিলাম সেই সময় ভীষণ ভালোলেগেছিলো। কারণ গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছিলো। আবারো অনেকদিন পর ইউটিউবে গানটি প্রকাশ করা হয়েছে। কারণ গানের কথা ও সুর সময়োপযোগী। যে কারণে গানটি এই মাসের প্রথম দিনে আবার প্রকাশ পেলো। আর এরইমধ্যে নতুনকুঁড়ির বিচারক হিসেবে কাজ করেছি। অনেক ভালো ভালো শিল্পী আমরা পেয়েছি যারা আগামীদিনে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের প্রতিনিধিত্ব করবে। একজন বিচারক হিসেবে আমি আমার দায়িত্বটুকু যথাযথভাবেই পালন করার চেষ্টা করেছি। আর বিটিভিতে আগুন ঝরা সন্ধ্যা-নামের অনুষ্ঠানটির উপস্থাপনা করে ভীষণ ভালোলাগছে। বিটিভি কর্তৃপক্ষও ভীষণ খুশী এই অনুষ্ঠানকে ঘিরে। আগুন ঝরা সন্ধ্যা- নিয়ে আগামীতে আমার আরো সুন্দর সুন্দর পরিকল্পনা রয়েছে। সময় আসলেই দর্শক তা দেখতে পাবেন বিটিভির পর্দায়।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145512