দিনাজপুরের নবাবগঞ্জে আমনক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : শস্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জে চলতি আমন মৌসুমে আমন ক্ষেতে কারেন্ট পোকা আক্রমণ করেছে। ওই পোকার আক্রমণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। পোকার আক্রমণ ঠেকাতে তাদের কীটনাশকই একমাত্র ভরসা হয়েছে। প্রতিটি জমিতে ৫/৬বার করে তারা কীটনাশক প্রয়োগ করছে।
উপজেলার বেড়ামালিয়া গ্রামের কৃষক ছলিম উদ্দিন জানান, তার জমিতে কারেন্ট পোকা ধরেছে। এ যাবৎ তিনি ৫ বার কীটনাশক প্রয়োগ করেছে। তাতেও আক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, কীটনাশক কিনতে নগদ টাকায় যে দাম বাকিতে কিনলে ওই কীটনাশকই ২’শ টাকা বেশি ধরা হচ্ছে। শালখুরিয়া গ্রামের কৃষক শাহিনুর রহমান জানান তার প্রায় ২ বিঘা জমির ধান কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হয়েছে।
এরকম উপজেলার সব জায়গাতেই আমন ক্ষেতে কম বেশি কারেন্ট পোকা দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, কারেন্ট পোকা দেখা দিয়েছে সেটা ঠিক আছে। তবে ক্ষতি হওয়ার মতো পর্যায়ে এখনও যায়নি। এর জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের সচেতন করা সহ পোকার আক্রমণ ঠেকাতে পরামর্শ প্রদান করা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145488