শব্দের চেয়ে তিনগুণ গতির পরমাণু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া

শব্দের চেয়ে তিনগুণ গতির পরমাণু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে। গতকাল মঙ্গলবার মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন এ কথা জানান।

পুতিন বলেন, ‘নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছে। এ ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে তিনগুণেরও বেশি হবে। ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতেও পৌঁছাবে। ক্রেমলিনে আয়োজিত অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পারমাণবিক ‘বুরেভেসনিক’ ক্ষেপণাস্ত্র ও পানির নিচে ব্যবহারের জন্য ‘পোসেইডন’ নামে অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার দেন। রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করছে, যেগুলো বুরেভেসনিক ও পোসেইডনের মতো একই ধরনের শক্তি ইউনিটের ওপর ভিত্তি করে তৈরি হবে। বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরি রাশিয়ার মানুষের জন্য ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে।

পুতিন দাবি করেন, গত ২১ অক্টোবর বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় পরীক্ষাস্থলের কাছাকাছি ন্যাটোর একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল। কিন্তু মস্কো তাদের কার্যক্রমে কোনো বাধা দেয়নি। তিনি আরো বলেন, পোসেইডন প্রকল্প বুরেভেসনিক তৈরির কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। উভয় প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি অনন্য এবং একে অপরের পরিপূরক। তার দাবি, এ দুটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত দেশীয় প্রযুক্তি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বেসামরিক খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে। রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো রাশিয়াও তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে। এই বছর আমরা সারমাত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমকে যুদ্ধ-পরীক্ষায় ব্যবহার করব এবং আগামী বছর এটি পূর্ণাঙ্গ যুদ্ধ-অবস্থানে মোতায়েন করা হবে। সূত্র : আনাদোলু

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145454