বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে খুন
মফস্বল ডেস্ক : গাজীপুর নগরীর কুনিয়া তারগাছ এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মারুফ আহমেদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন। গত সোমবার রাত ৮টার দিকে এই খুনের ঘটনা ঘটে। নিহত মারুফ কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জামিল একই এলাকার আতাউল্লাহর ছেলে। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং সিগারেট কোম্পানিতে চাকরি করেন।
জানা গেছে, গাজীপুর নগরীর কুনিয়া তারগাছ এলাকায় গত সোমবার রাত ৮টার দিকে দেশি অস্ত্র হাতে একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিল স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা রবিউল ইসলাম ওরফে সিগমা রবি। সঙ্গে ছিল সাব্বির হোসেন, সাগর, রনিসহ আরও কয়েক সহযোগী। এসময় ওই দোকানে কেনাকাটা করতে যান জামিল হাসান (২৪) নামে এক যুবক। এসময় রবি ও তার সহযোগীরা বিরূপ মন্তব্য করলে জামিলের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডা থামাতে এগিয়ে যান জামিলের বন্ধু মারুফ আহমেদ (২২)। এক পর্যায়ে রবি ও তার সহযোগীরা জামিল ও মারুফ দুজনের ওপরেই চড়াও হয়। রবি ও তার সহযোগীরা দুই বন্ধুকে মারধর ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মারুফ। গুরুতর আহত অবস্থায় জামিলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই রাতেই মামলার পর গতকাল মঙ্গলবার রবিউল ওরফে সিগমা রবি ও তার সহযোগী সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জাহিদুল হাসান জানান, মারুফ হত্যার ঘটনায় সোমবার রাতে নিহতের বাবা গাছা থানায় রবিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি সিগমা রবিকে গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া থানা এলাকা থেকে এবং সাব্বিরকে গাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামি সাগর ও রনি এখনও পলাতক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145441