গাবতলীতে আরও ৩৯টি ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

গাবতলীতে আরও ৩৯টি ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের মাদক ব্যবসায়ী নাছিমা আক্তারের (৪৫) বাড়ি থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) পুনরায় থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আরও ৩৯টি ককটেল উদ্ধার করেছে। এর আগে সোমবার আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এনিয়ে মোট ৪৪টি ককটেল উদ্ধার করা হলো। পরে সেনাবাহিনীর ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান রিকোভারি এন্ড ডিসপোজাল ইউনিটের ছয় সদস্য উদ্ধারকৃত ককটেলগুলো একটি গর্তের মধ্যে ফেলে বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেন।

উল্লেখ্য, উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের মাদক ব্যবসায়ী নাছিমা আক্তারের বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কুমিল্লার আতাউর রহমান সেলিম (৩৫) গুরুতর আহত হয়। তাকে কুমিল্লা থেকে ডেকে এনে ককটেল তৈরি করে নেয়া হচ্ছিল বলে জানা যায়। গাবতলী থানা পুলিশ ও বাগবাড়ী ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সহযোগিতায় আহত সেলিমকে আটক করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পুলিশী পাহারায় ভর্তি করা হয়। পরে নাছিমার বাড়িতে আরও ককটেল আছে এমন গোপন তথ্য পেয়ে গত সোমবার বিকেল থেকে বাড়িটি পুলিশ ঘিরে রাখে। পুলিশ ও সেনাবাহিনী ওই বাড়ি থেকে আরও ৩৯টি ককটেল উদ্ধার করে। এর আগে সোমবার আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, বিস্ফোরণে আহত সেলিমের তথ্য অনুযায়ী সোমবার বিকেল থেকে নাছিমার বাড়িটি ঘিরে রাখে এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার আরও ৩৯টি ককটেল উদ্ধার করা হয়। পরে সকাল ৯টায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনসহ ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান রিকোভারি এন্ড ডিসপোজাল ইউনিটের ছয় সদস্য এসে উদ্ধার করা ককটেলগুলো একটি গর্তের মধ্যে ফেলে বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145410