নির্বাচনে পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা প্রদান করলে তার বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা প্রদান করলে তার বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যেই একটি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন করেছি। নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা প্রদান করে, কারো কোনো অবহেলা বা নেগলিজেন্স আচরণ ধরা পড়লে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। আগে সাধারণভাবে জিডি করা হতো, এবার তা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। তিনি বলেন, পুলিশের প্রতি আমার নির্দেশনা হলো, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশের কেউ যদি অনৈতিক কাজে জড়িত থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হোক বা অন্য কোনো হত্যাকাণ্ড হোক, সবই আইনের আওতায় আসবে। অবৈধ অস্ত্র নিয়ে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র কত তাড়াতাড়ি উদ্ধার করা যায় সেই চেষ্টা চলছে। রাউজানে অপারেশন করে অস্ত্র উদ্ধার করেছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145353