সাঈদীর ছেলের বিপরীতে লড়বেন বিএনপির মঞ্জুর

সাঈদীর ছেলের বিপরীতে লড়বেন বিএনপির মঞ্জুর

মফস্বল ডেস্ক:  পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে মনোনয়ন পেয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন। এ ছাড়া, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলালকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে প্রার্থী ঘোষণা করেনি দলটি।

‎এর মধ্যে পিরোজপুর-২ আসনে মনোনয়ন পাওয়া আহমেদ সোহেল মঞ্জুর সুমন লড়বের প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদীর বিপরীতে।জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামি ফাউন্ডেশন অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিমিয় সভায় পিরোজপুর জেলার ৩টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। যেখানে আগামী জাতীয় নির্বাচনের পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের দুটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হন দলটির সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদী।

বিএনপিও পিরোজপুরের দুটি আসনে প্রার্থী ঘোষণা করে। ফলে প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদীর বিপরীতে লড়াই হবে সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা মো. নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145337