খাগড়াছড়িতে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুইঁয়া
                
                
                আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়ার নাম ঘোষণা করেছে দলটি।
আজ সোমবার (৩ নভেম্বর) দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি সূত্র জানায়, স্থানীয় রাজনীতি, সাংগঠনিক বিস্তৃতি ও অভিজ্ঞতা বিবেচনায় ওয়াদুদ ভুইঁয়াকে এই আসনে চূড়ান্ত করা হয়েছে। তিনি ২০০১ সালের নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দলের স্থানীয় নেতারা বলছেন, তার দায়িত্বকালীন সময়ে অবকাঠামো, সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান কিছু উন্নয়ন হয়েছে বলে তারা মনে করেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, ওয়াদুদ ভূইয়ার দায়িত্বকালীন সময়ে অবকাঠামো, সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব শিগগিরই নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145306