খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা-গুলি, নিহত ১

খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা-গুলি, নিহত ১

খুলনার আড়ংঘাটা থানাধীন খানাবাড়ি এলাকায় বিএনপি নেতার অফিসে দুর্বৃত্তদের বোমা ও গুলির হামলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতের নাম ইমদাদুল হক (৫৫)।

আজ রোববার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে খানাবাড়ি রোডস্থ মামুন মেম্বারের বিএনপি অফিসের ভেতরে অতর্কিতভাবে দুটি মোটরসাইকেলযোগে চারজন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মামুনকে লক্ষ্য করে শক্তিশালী দুটি বোমা নিক্ষেপ করে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান জানান, রাতে বিএনপি নেতা মামুন তার অফিসে অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে বোমা হামলা ঘটায় এবং এলোপাথাড়ি গুলি চালায়।

বোমার একটি ইমদাদুল হকের শরীরে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এতে মামুন (৫০) এবং বিল্লাল হোসেন (৫৫) আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর আহতদের চিৎকার শুনে দুর্বৃত্তরা পালানোর আগে আরও ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145209