খালেদা জিয়াকে দিনাজপুর সদরে প্রার্থী করার দাবিতে সমাবেশ

খালেদা জিয়াকে দিনাজপুর সদরে প্রার্থী করার দাবিতে সমাবেশ

দিনাজপুর জেলা প্রতিনিধি : আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর ৩ (সদর)  আসন থেকে প্রার্থী করার দাবি উঠেছে। খালেদা জিয়াকে প্রার্থী করতে গতকাল শনিবার রাতে পুলহাটস্থ চাউল কল মালিক সমিতির কমিনিউটি সেন্টারে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ  অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, কোতোয়ালি বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, মোস্তফা কামাল মিলন, জিয়াউর রহমান জিয়া, রফিকুল ইসলাম পাভেল, রাসেল আলী চৌধুরী লিমন, নুর আলম হক খোকন, সেতু, রেজাউল ইসলাম রেজা, শাহনেওয়াজ হোসেন মিন্টু, হামিদুর রহমান, হাসিনা বেগম, ইকবাল হোসেনসহ বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ সহযোগী ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

সভা চলাকালীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি চেয়ার খালি রাখা হয়। আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ দলকে সু সংগটিত করতে এবং দিনাজপুর বাসীর কাক্সিক্ষত আশা আকাঙ্ক্ষা পূরণে বেগম খালেদা জিয়ার বিকল্প নেই। বক্তাগণ অন্যান্য প্রার্থীদের ২৪ ঘন্টার মধ্যে বেগম খালেদা  জিয়াকে সমর্থন দিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145205