জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ কৃষকের

জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ কৃষকের

জয়পুরহাট জেলা প্রতিনিধি : অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ হয়েছে জয়পুরহাটের কৃষকদের। হঠাৎ করে গত দু’দিন ধরে বৃষ্টির কারণে পুরো ফসলের মাঠ ডুবে গেছে। বিশেষ করে পাকা ধান ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।

ধান কাটার পরই আলু চাষের প্রস্তুতি শুরুর প্রাক্কালে অসময়ের এই বৃষ্টি যেন কৃষকদের ‘মরার ওপর খারার ঘা’ হয়ে দেখা দিয়েছে। অনেক কৃষক ধান কেটে শুকানোর জন্য মাঠে ফেলে রেখেছে। সেই ধান পানিতে ডুবে থাকায় নষ্ট হয়ে গেছে।

জেলার সদর উপজেলার কোমরগ্রাম ও বানিয়াপাড়া এবং ক্ষেতলালের তেলাবদুল, মালিপাড়া, মুন্দাইল, খলিশাগাড়ি এবং কালাই উপজেলার কুজাইল, করিমপুর ও বেগুনগ্রাম ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, গত দু’দিনের বৃষ্টিতে পুরো মাঠ ডুবে গেছে।

কৃষকরা জমি থেকে পানি অপসারণ করার চেষ্টা করলেও মাঠ সমতল হওয়ায় পানি অপসারণ করতেও পারছেন না। অনেক মাঠে দেখা গেছে, বিঘার পর বিঘা ধান কেটে ফেলে রাখা হয়েছে। পানিতে সেই ধানগুলোও ডুবে আছে। বৃষ্টির কারণে জমি প্রস্তুত করতে না পারায় আগাম আলু চাষও করতে পারছেন না কৃষকরা।

কালাই উপজেলার বেগুনগ্রামের আদর্শ কৃষক সামাদুল ও তার ভাই মনছুর আলী। বলেন, প্রায় চার দিন আগে বেগুনগ্রাম মাঠে ধানী গোল্ড ও ব্রি-৯০ জাতের ১৫ বিঘা জমির ধানগাছের গোড়া কেটে মাঠেই শুকানোর জন্য রেখে দেন। অসময়ের বৃষ্টিতে সেই ধান তারা ঘরে তুলতে পারেননি। মাঠেই বৃষ্টির পানিতে ডুবে সব ধান নষ্ট হয়ে গেছে। এই লোকসান কীভাবে সামাল দিবেন তা তারা ভেবে পাচ্ছেন না।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সাদিকুল ইসলাম বলেন, অসময়ের বৃষ্টির কারণে কৃষকরা কিছুটা বেকায়দায় পড়লেও তেমন ক্ষতির আশঙ্কা নেই। বৃষ্টি থেমে গেলে সবকিছু স্বাভাবিক হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145203