রাজশাহীর বাগমারায় স্বাস্থ্যসেবার মাধ্যমে জামায়াতের প্রার্থীর নির্বাচনি প্রচারণা শুরু

রাজশাহীর বাগমারায় স্বাস্থ্যসেবার মাধ্যমে জামায়াতের প্রার্থীর নির্বাচনি প্রচারণা শুরু

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি : বিনামূল্যে মেডিকেল কাম্প প্রসূতি সেবা দিয়ে ভিন্ন রকম নির্বাচনি প্রচরণা শুরু করেছেন। রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামাত মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারি। তার নির্বাচনি প্রচারণায় যুক্ত হয়েছে সামাজিক কাজ ও স্বাস্থ্যসেবা।

গত ৯ আগস্ট বাগমারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা ঘোষণা করেন। প্রার্থিতা ঘোষণার আগে থেকে গর্ভবতী মহিলাদের সেবা, প্রসূতি সেবা দিয়ে আসছেন। তিনি মনোনীত হবার পর সেবা কার্যক্রম আরও বৃদ্ধি করেছেন। উপজেলা সদরে ভবানীগঞ্জ ক্লিনিক নামে একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। সে চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে গত ৩০ বছর ধরে মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন।

এই ক্লিনিকের চিকিৎসা সাধারণ মানুষের কাছে সেবা হিসেবে স্থান করে নিয়েছে। এই ক্লিনিকের মাধ্যমে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। ডা. আব্দুল বারি মনোনয়ন পাওয়ার পর ক্লিনিকের বাইরে বিনামূল্যে মেডিকেল কাম্প শুরু করেছেন। উপজেলার প্রত্যন্ত এলাকায় ফ্রি মেডিকেল কাম্প করা হচ্ছে। যেখানে হত দরিদ্র মানুষেরা চিকিৎসা নিচ্ছেন।

ভবনীগঞ্জ পৌর জামাতের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম এমএসসি জানান, বেশ কিছু ফ্রি মেডিকেল কাম্প করা হয়েছে। ফ্রি মেডিকেল কাম্প এলাকায় ব্যাপক সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145194