সিরাজগঞ্জে সেবামুক্ত স্কাউট গ্রুপে বার্ষিক ডে ক্যাম্প সমাপ্ত

সিরাজগঞ্জে সেবামুক্ত স্কাউট গ্রুপে বার্ষিক ডে ক্যাম্প সমাপ্ত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ‘স্কাউটিং করবো, সুন্দর বাংলাদেশ গড়বো’ এই পতিপাদ্য স্লোগান সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী সেবামুক্ত স্কাউট গ্রুপে বার্ষিক ডে ক্যাম্পের সমাপনি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে স্কাউট গার্ডেন ক্রসবার ৩, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের আয়োজনে বার্ষিক ডে ক্যাম্পে রোভার ও স্কাউট পতাকা নামানোর মধ্যে দিয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার সম্পাদক মো: সাখাওয়াৎ হোসেন প্রিন্স।

সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এম কামরুল হাসান (প্রেসিডেন্ট রোভার স্কাউট)। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা ও পাবনা সহকারী পরিচালক মো: জামাল উদ্দীন, বেসরকারি স্যাটালাইট টেলিভিশন চ্যানেল আই এর বার্তা বিভাগ, পরিচালক, সিরাজগঞ্জ ইনফো, কম আবদুল্লাহ আল শাফি, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মো: রফিকুল ইসলাম (এলটি), বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মো: আব্দুল কাদের ইমন প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145180