বগুড়া জেলা যুবলীগ নেতা ডাবলুসহ পাঁচজন শ্যোন এ্যারেস্ট
কোর্ট রিপোর্টার : গত বছরে দেশব্যাপী বৈষম্যবরোধী আন্দোলনের সময় ৩ আগস্ট বগুড়া শহরের বড়গোলায় ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকারীদেরকে আহত করার মামলায় গ্রেফতারকৃত কারাবন্দি (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), (কার্যক্রম নিষিদ্ধ) জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ পাঁচ আসামিকে পুনঃগ্রেফতার (শ্যোন এ্যারেস্ট) দেখিয়ে হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই মামলায় পুনঃগ্রেফতারকৃত অপর চার আসামিরা হলেন-বগুড়ার দেছমার আব্দুল জলিলের ছেলে শাকিল, শাখারিয়ার আলতাব হোসেনের ছেলে বিল্পব, গাবতলীর সুখানপুকুরের মকবুলের হোসেনের ছেলে মশিউর রহমান, প্রথামাছে গ্রামের মৃত আছর আলীর ছেলে গোফ্ফার আলী।
ওই কারাবন্দি আসামিদেরকে এই মামলায় পুনঃগ্রেফতারের জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আব্দুস সালাম এবং আসামিপক্ষের আইনজীবী পৃথক পৃথক আবেদন করলে আজ রোববার (২ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতের বিচারক মোঃ মেহেদী হাসান ওই আদেশ দেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145173