নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদকসহ যুবক আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদকসহ যুবক আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদকসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় বস্তাবর বিওপির সদস্যরা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানে ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি মো. কুরবান আলীকে (২৫) আটক করে। আটক কুরবান উপজেলার আগ্রাদ্বিগুণ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145037