বগুড়ার শেরপুরে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করায় নেশাগ্রস্ত মিনহাজ সরকার (৩৫) নামের এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে পৌরশহরের গোসাই কাচারি এলাকার লাল সরকারের ছেলে। আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম এই দণ্ড প্রদান করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মিনহাজ দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। গত শুক্রবার দুপুরে আবারও টাকার জন্য বাবা-মাকে মারধর করলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেও আসামিকে পাননি।

পরে আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, পারিবারিক নির্যাতন ও মাদকাসক্তি সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এমন অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান সবসময় কঠোর।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145030